স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল /

আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে

দেশে বিপুল উন্নয়নের জন্য আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বরিশালের মুলাদী থানার নতুন ভবন উদ্বোধন শেষে থানা চত্ত্বরে মাদক, সন্ত্রসা ও জঙ্গিবাদ বিরোধী সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষকে আন্দোলনের ফাঁদ হিসেবে ব্যবহার করছে। জনগণ এখন অনেক সজাগ। যারা দেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছিল জনগণ ভোটে তাদের প্রত্যাখান করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। জনগণের রায় নিয়েই আমরা আবার দেশ পরিচালনা করবো।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করার সংগ্রাম চলছে। তাই এখন আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। দেশের কোথাও কুঁড়েঘর নাই। আগামী ১০ বছর পর দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলার বিশেষ উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীতে পরিবর্তন এসেছে। এখনকার পুলিশ বাহিনী জনবান্ধব। ২০ বছর আগের পুলিশ এখন আর নেই। সরকার বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে নিরলস কাজ করছে। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীতে পরিবর্তন এসেছে।

মুলাদী থানা আয়োজিত সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, নাসরিন জাহান রত্না, শাহে আলম, পংকজ নাথ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু ও মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে

আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে

দেশে বিপুল উন্নয়নের জন্য আগামী নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বরিশালের মুলাদী থানার নতুন ভবন উদ্বোধন শেষে থানা চত্ত্বরে মাদক, সন্ত্রসা ও জঙ্গিবাদ বিরোধী সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষকে আন্দোলনের ফাঁদ হিসেবে ব্যবহার করছে। জনগণ এখন অনেক সজাগ। যারা দেশে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছিল জনগণ ভোটে তাদের প্রত্যাখান করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। জনগণের রায় নিয়েই আমরা আবার দেশ পরিচালনা করবো।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করার সংগ্রাম চলছে। তাই এখন আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। দেশের কোথাও কুঁড়েঘর নাই। আগামী ১০ বছর পর দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলার বিশেষ উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীতে পরিবর্তন এসেছে। এখনকার পুলিশ বাহিনী জনবান্ধব। ২০ বছর আগের পুলিশ এখন আর নেই। সরকার বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে নিরলস কাজ করছে। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীতে পরিবর্তন এসেছে।

মুলাদী থানা আয়োজিত সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, নাসরিন জাহান রত্না, শাহে আলম, পংকজ নাথ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু ও মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।